আফগানিস্তান কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে: সশস্ত্র বাহিনী প্রধান

0
89

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সশস্ত্র বাহিনীর প্রধান ক্বারী মুহাম্মদ ফাসিহউদ্দীন ফিতরাত হাফিযাহুল্লাহ বলেছেন, দেশটি প্রতিবেশী রাষ্ট্র বা বিশ্বের কারও সঙ্গে যুদ্ধ করতে চায় না, তবে দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।

গত ১৭ মার্চ, আব্দুল্লাহ বিন মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ৭০০ জন নতুন সেনা সদস্যের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী কেবল সামরিক ও আদর্শগত প্রশিক্ষণই নিচ্ছে না, বরং উন্নত অস্ত্র ও সরঞ্জামেও সজ্জিত হচ্ছে। তবে আমাদের সামরিক প্রস্তুতি কোনো দেশ বা প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধের জন্য নয়; বরং আমাদের দেশের সীমান্ত ও ইসলামি মূল্যবোধ রক্ষার জন্য।’

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তি প্রয়োগ বা যুদ্ধ চাই না, বরং সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কেউ যদি আমাদের ওপর জোর-জবরদস্তি করার চেষ্টা করে, তাহলে আমরা তাদের সেই একই উত্তর দেব, যা অতীতে তিনটি সুপার পাওয়ারকে দিয়েছি।’


তথ্যসূত্র:
1. مراسم فراغت ۷۰۰ تن منسوبین اردوی اسلامی ملی با اشتراک لوی درستیز قوای مسلح برگزار شد
– https://tinyurl.com/2d96bvz7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধইসলামি শিক্ষা ধ্বংসের পাঁয়তারা মোদির; উত্তরাখণ্ডে জোরপূর্বক বন্ধ করা হলো ৮৪ মাদরাসা