ইমারতে ইসলামিয়াকে নিয়ে রাশিয়ার উদ্বেগ অযৌক্তিক: তালিবান

0
3

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান নিয়ে প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ বাস্তবসম্মত নয় বলে জানিয়েছে তালিবান সরকার। ইমারতে ইসলামিয়ার উপ-মুখপাত্র মোল্লা হামদুল্লাহ ফিতরাত হাফিজাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান সম্পূর্ণরূপে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখান থেকে কোনো দেশের জন্য হুমকির আশঙ্কা নেই।

রাশিয়ার উদ্বেগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, আফগানিস্তান কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে না এবং এ ধরনের উদ্বেগের কোনো যৌক্তিক ভিত্তি নেই।

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশগুলোর, বিশেষ করে উত্তরাঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই। গত প্রায় চার বছরে আমরা সেটিই প্রমাণ করেছি।’

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানকে জড়িয়ে সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ইমারতে ইসলামিয়া প্রশাসন এটিকে ভিত্তিহীন ও অযথা উদ্বেগ বলে আখ্যা দিয়ে স্পষ্ট করেছে যে, আফগানিস্তান কোনো দেশের জন্য হুমকি নয় এবং এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।


তথ্যসূত্র:
1. له افغانستانه د احتمالي ګواښونو اندېښنې بې ځایه دي
– https://tinyurl.com/dff965de

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || আউদাগলী শহর বিজয়ে শত্রুর অস্ত্রাগার থেকে মুজাহিদদের অর্জিত গনিমত
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীর আজম কর্পসের প্রশিক্ষণ ও নিরাপত্তা কার্যক্রম প্রদর্শন