
ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনীতে মোট আটটি কর্পস রয়েছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হলো ২১৫ আজম কর্পস। ২০২১ সালের অক্টোবরে তালিবান সরকার পুনর্গঠনের পর সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এ কর্পস গঠন করা হয়। এর প্রধান দায়িত্ব হলো দেশটির দক্ষিণাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।
এই কর্পস জাতীয় নিরাপত্তা রক্ষা ও সামরিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক যুদ্ধ কৌশল ও সামরিক প্রশিক্ষণের মাধ্যমে এটি নতুন সৈন্যদের দক্ষ করে তুলছে, যাতে তারা যেকোনো সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়। এছাড়া, অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা বজায় রাখা এবং বিভিন্ন সামরিক অপারেশনে অংশগ্রহণ করাও এর অন্যতম দায়িত্ব।
গত ১৮ মার্চ, ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ২১৫ আজম কর্পসের কার্যক্রম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওটি ইউটিউব থেকে দেখুন:
ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=hGMP6fNAW7Y
আর্কাইভ লিংক: https://archive.org/details/the-215th-azam-corps-of-the-ministry-of-national-defense-18-03-2025
তথ্যসূত্র:
1. د ملي دفاع وزارت د ۲۱۵ عزم قول اردو اړوند لومړۍ پلې بدري لواء د فعالیتونو څخه د ملي اسلامي اردو نیم ساعته خپرونه!
– https://tinyurl.com/2p8sfuhh