
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি বিদ্রোহী গোষ্ঠীগুলিকে আশ্রয় দেয়ার ভিত্তিহীন অভিযোগ তুলে আফগান ভূখণ্ডে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে! এক টেলিভিশন সাক্ষাৎকারে খাজা আসিফ বলেছে, শত্রু যেখানেই থাকুক না কেন, তাদের তাড়া করতে হবে এবং পাকিস্তান আফগানিস্তানে সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
গত ১৮ মার্চ, জিও নিউজের সাথে এক সাক্ষাৎকারে আসিফ দাবি করেছে, ইমারতে ইসলামিয়া তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর যোদ্ধাদের সমর্থন দিচ্ছে এবং প্রয়োজনে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে সামরিক পদক্ষেপ নিতে পারে।
একই সময়ে, পাকিস্তানের পরিবেশমন্ত্রী মুসাদিক মালিকও এক টেলিভিশন অনুষ্ঠানে জানায়, সরকার সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সে বলেছে, ‘যারা পাকিস্তানিদের শহীদ করে, আমরা যুদ্ধকে তাদের দোরগোড়ায় নিয়ে যাব।’
এদিকে, এখন পর্যন্ত ইমারতে ইসলামিয়া প্রশাসন পাকিস্তানের এই দাবিগুলির প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে, ইমারতে ইসলামিয়া প্রশাসন বরাবরই পাকিস্তানের ভিত্তিহীন দাবিগুলো প্রত্যাখ্যান করেছে এবং স্পষ্টভাবে জানিয়েছে যে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে না।
ইমারতে ইসলামিয়া প্রশাসন আরও জানিয়েছে, ‘আমরা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তি প্রয়োগ বা যুদ্ধ চাই না, বরং সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। তবে কেউ যদি আমাদের ওপর জোর-জবরদস্তি করার চেষ্টা করে, তাহলে আমরা তাদের সেই একই উত্তর দেব, যা অতীতে তিনটি সুপার পাওয়ারকে দিয়েছি।’
তথ্যসূত্র:
1. Pakistan threatens Military action in Afghanistan
– https://tinyurl.com/nuu6zsyh