রাজধানী মোগাদিশুর দক্ষিণে জাবিদ এবং আনোলী শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব

0
287

সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আফগোয়ে জেলার একাধিক শহরে সামরিক অপারেশন জোরদার করেছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। শাবাব কর্তৃক এই অঞ্চলের ২টি শহর বিজয় সহ আরও ৫টি শহরে তীব্র লড়াই শুরু হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, বুধবার ১৯ মার্চ রাত থেকে, রাজধানী মোগাদিশু দক্ষিণের জেলা আফগোয়ে শহরের উপকণ্ঠে শাবাব মুজাহিদিন তাদের সমন্বিত সামরিক অপারেশন চালাতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে জেলা শহর থেকে ১০ কিলোমিটার এরিয়ার মধ্যে অবস্থিত জাবিদ এবং আনোলী শহরে মোগাদিশু বাহিনীর সাথে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা। কয়েক ঘন্টার তীব্র লড়াই শেষে মুজাহিদিনরা মোগাদিশু বাহিনীকে হটিয়ে এদিন দুপুর নাগাদ উভয় এলাকার নিয়ন্ত্রণ নেন। এসময় মুজাহিদদের হামলায় বহু সংখ্যক শত্রু সৈন্য হতাহত হয় এবং অন্যরা পালিয়ে যায়।

মোগাদিশু বাহিনীর এই পলায়নের মধ্য দিয়ে মুজাহিদিনরা শহর দুটিতে অবস্থিত শত্রু বাহিনীর একাধিক সদর দপ্তর, সামরিক ব্যারাক এবং রাজধানীর সাথে সংযোগকারী সড়কগুলোর নিয়ন্ত্রণ নেন। সেই সাথে জেলা শহর আফগোয়ে অবরোধের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে চেকপোস্ট বসান মুজাহিদিনরা, যা শহরের দিকে শত্রুর শক্তিবৃদ্ধির জন্য অগ্রসর হওয়া সামরিক কনভয়গুলোকে প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সেই ধারাবাহিকতায়, এদিন আফগোয়ে শহরের দিকে অগ্রসর হওয়া শত্রুর কয়েকটি দলকে মুজাহিদিনরা নিষ্ক্রিয় করেন। এরমধ্যে রয়েছে শহরে শত্রুর শক্তিবৃদ্ধির জন্য অগ্রসর হওয়া, মোগাদিশু বাহিনীর অপারেশন কমান্ডিং অফিসার মোহাম্মদ নূর জারির নেতৃত্বাধীন একটি সামরিক কনভয়েকে সফলভাবে হামলার লক্ষ্যবস্তু করা। এতে কমান্ডার মোহাম্মদ নূর জারির সহ শত্রু বাহিনীর অনেক সৈন্য নিহত হয়। এদিন এই অঞ্চলে শত্রুর আরও একটি দলকে মাইন বিস্ফোরণের শিকারে পরিণত করেন মুজাহিদিনরা, এতে আরও ৪ সৈন্য ঘটনাস্থলেই নিহত হয়।

বৃহস্পতিবার এই রিপোর্ট তৈরি পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুজাহিদিনরা রাজধানী মোগাদিশুর দক্ষিণের ইলাশা, লাফোল এবং আলামাদা সহ একাধিক শহরতলীতে নিজেদের শক্তিবৃদ্ধি করেছেন। সেই সাথে এসকল এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট স্থাপন করছেন। মুজাহিদিনরা এই পদক্ষেপের মাধ্যমে মার্কো এবং বারওয়ের মত দক্ষিণের গুরুত্বপূর্ণ শহরগুলি অবরোধ করার চেষ্টা করছেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/ycxataun

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে সামরিক পদক্ষেপের হুমকি দিলো পাকিস্তান
পরবর্তী নিবন্ধবুরকিনান জান্তা বাহিনীর ৫টি সামরিক পয়েন্টে মুজাহিদদের হামলা: নিহত অন্তত ৩০ শত্রু সেনা