বুরকিনান জান্তা বাহিনীর ৫টি সামরিক পয়েন্টে মুজাহিদদের হামলা: নিহত অন্তত ৩০ শত্রু সেনা

0
205

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর অগ্রযাত্রা প্রতিহত করা সহ একটি সামরিক ঘাঁটিতে তীব্র আক্রমণ চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর ৩০ এরও বেশি সৈন্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা, গত ১৩ মার্চ বৃহস্পতিবার, বুরকিনা ফাসোর বানফোরা, কোলবেলোগো এবং ওয়াহিগৌয়া প্রদেশে ৫টি পৃথক অপারেশন পরিচালনা করছেন। এদিন মুজাহিদিনরা প্রথম অভিযানটি পরিচালনা করেন বানফোরা রাজ্যের সেভিদৌগো এলাকায়। মুজাহিদিন কর্তৃক এই অভিযানটি জান্তা বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হলে উক্ত এলাকায় উভয় বাহিনীর মাঝে তীব্র লড়াই শুরু হয়। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণ ও গুলির সামনে টিকতে না পেরে সামরিক ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় জান্তা বাহিনী।

শত্রু বাহিনীর এই পলায়নের আগ পর্যন্ত মুজাহিদদের হামলায় অন্তত ২০ জান্তা সদস্য নিহত এবং আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়। আর মুজাহিদিনরা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেওয়া ছাড়াও শত্রু বাহিনী থেকে গনিমত হিসাবে জব্দ করেন ১৫টি ক্লাশিনকোভ এবং ১৯টি মোটরসাইকেল সহ অন্যান্য অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।

এদিন দ্বিতীয় লড়াইয়ের ঘটনাটি ঘটেছে ওয়াহিগৌয়া রাজ্যে ‘জেএনআইএম’ মুজাহিদদের নিয়ন্ত্রিত “ট্রো” শহরের উপকণ্ঠে। জান্তা বাহিনী শহরটিতে হামলার চেষ্টা করলে মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণ চালান, এতে অন্তত ৮ জান্তা সদস্য নিহত হয় এবং অন্যরা পিছু হটতে বাধ্য হয়। জান্তার এই পলায়নের পর মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি মর্টার, ১টি আরপিজি, ১টি পিকা, ৬টি ক্লাশিনকোভ রাইফেল এবং ৫টি গোলাবারুদের বাক্স গনিমত লাভ করেন।

এমনিভাবে কোলবেলোগো রাজ্যেও এদিন জান্তা বাহিনীর তিনটি সামরিক পয়েন্ট লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এই অভিযানগুলোর একটিতে জান্তা বাহিনীর দুই সদস্য নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে মুজাহিদিনরা ১টি পিকা, ১টি আরপিজি এবং ২টি ক্লাশিনকোভ সহ অন্যান্য বেশ কিছু সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেন। এই রাজ্যে মুজাহিদদের অন্য ২টি অভিযানেও শত্রু বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, তবে শত্রু বাহিনীর হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজধানী মোগাদিশুর দক্ষিণে জাবিদ এবং আনোলী শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে মুসলিম বিশ্বের অংশগ্রহণের আহ্বান জানালো ইমারতে ইসলামিয়া