
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূত মুহাম্মদ সাঈদ আল-আয়েশের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইমারতে ইসলামিয়ার উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মৌলভী জাকিরুল্লাহ জাকির হাফিযাহুল্লাহ। এ সময় তিনি আফগানিস্তানের মৌলিক, ধর্মীয়, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রকল্পগুলোতে মুসলিম বিশ্বের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
গত ২০ মার্চ উপ-প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, এই বৈঠকে ইমারতে ইসলামিয়া এবং ওআইসির মধ্যে সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত মুহাম্মদ সাঈদ আল-আয়েশ আফগানিস্তানকে সহযোগিতা ও সহায়তা করার জন্য সংস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ওআইসি বর্তমানে আফগানিস্তানে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিচালনা করছে এবং ভবিষ্যতে বড় অবকাঠামো প্রকল্পেও অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তিনি ইমারতে ইসলামিয়ার সহযোগিতা ও সুসম্পর্কের প্রশংসা করেন।
বৈঠকে মৌলভী জাকিরুল্লাহ জাকির আফগানিস্তানে ওআইসির বিভিন্ন অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংস্থাটিকে মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইমারতে ইসলামিয়া ইসলামি নীতির ভিত্তিতে সকল দেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং মুসলিম বিশ্বকে আফগানিস্তানের মৌলিক, ধর্মীয়, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রকল্পগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানায়।
বৈঠকে কাবুল প্রদেশের চাহার আসিয়াব জেলায় একটি পানি সরবরাহ নেটওয়ার্ক এবং একটি অসমাপ্ত মসজিদের নির্মাণকাজ শেষ করার জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উপ-প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় এই চুক্তিতে স্বাক্ষর করেন ওআইসির রাষ্ট্রদূত ও মৌলভী জাকিরুল্লাহ জাকির। চুক্তি অনুযায়ী, ওআইসি উল্লিখিত প্রকল্পটি সম্পন্ন করবে।
তথ্যসূত্র:
1. Mawlavi Zakir Calls for Islamic World’s Involvement in Afghanistan’s Key Projects
– https://tinyurl.com/3df4zany