
সোমালিয়ার রাজধানী মোগাদিশুর নিকটতম শহরগুলো ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন আশ-শাবাব মুজাহিদিন। সেই ধারাবাহিকতায় ২১ মার্চ সকালে, রাজধানী মোগাদিশু থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বারিরী শহরের নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন।
সূত্রমতে, বৃহস্পতিবার ২০ মার্চ দুপুরের পর থেকে মোগাদিশুর দক্ষিণ প্রবেশপথে অবস্থিত কৌশলগত শহর বারিরি অবরোধ করতে শুরু করেন মুজাহিদিনরা। সেই ধারাবাহিকতায় মুজাহিদিনরা এদিন রাত্র নাগাদ কৌশলগত শহরটি ৩ দিক থেকে ঘিরে ফেলেন। পরিস্থিতি যখন মোগাদিশু বাহিনীর নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, তখন মোগাদিশু বাহিনী ভোরের আলো ফোঁটার আগেই শহরটি ছেড়ে পালিয়ে যায়। এসময় মোগাদিশু বাহিনী রাজধানী থেকে ৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আফগোয়ে শহরে আশ্রয় নেয়।
মোগাদিশু বাহিনীর এই পলায়নের পর মুজাহিদিনরা কোনো যুদ্ধ ছাড়াই শুক্রবার সকালে শহরটিতে প্রবেশ করেন। পরে আশ-শাবাবের মিডিয়া শাখা আল-কাতাইব, শহরটি বিজয়ের বেশ কিছু ছবি প্রকাশ করে।
বিজয়ের পরবর্তী কিছু দৃশ্য দেখুন…
তথ্যসূত্র:
١. سيطرة مقاتلي حركة الشباب المجاهدين على بلدة بريري على بعد 50 كم جنوب غرب العاصمة مقديشو
– https://tinyurl.com/49btp86w