বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ০১

0
46

নাটোরের বড়াইগ্রামে গোরস্থানের জমি নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বে ছুরিকাঘাতে নজিম উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছে। এসময় তিনজন আহত হয়।

শুক্রবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দীর্ঘদিন যাবত গোরস্থানের জমি নিয়ে বিএনপি নেতা গনি মিয়া ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শুক্রবার গনি মিয়ার ছেলে ওমর ফারুখ (৩৮) ও জামাই ফারুখ হোসেনের সাথে জাহাঙ্গীর আলমের কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওমর ফারুখ নজিম উদ্দিনকে ছুরিকাঘাত করে। এসময় তাকে উদ্ধার করতে এলে জাহাঙ্গীর আলম, আরিফুল ইসলাম ও বাবু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক নজীম উদ্দিনকে মৃত বলে ঘোষণা করে।


তথ্যসূত্র:
১. নাটোরে বিএনপির দু’গ্রুপের দ্বন্দ্ব, ছুরিকাঘাতে নিহত ১
– https://tinyurl.com/2u6zfpmk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফুটপাতের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; গুলিবিদ্ধ ০২ জন
পরবর্তী নিবন্ধভারতে স্কুলে ইফতার আয়োজন করায় মুসলিম ‘প্রিন্সিপাল’ কে বরখাস্ত করলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার