
চট্টগ্রামে ফুটপাত নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ ও একজন ছুরিকাঘাতে আহত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর খুলশী থানার জিইসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরীর জিইসি মোড়ের ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম অনুসারীদের সঙ্গে নুর আলম সোহাগের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে স্থানীয়রা।
খুলশী থানার ওসি মোহাম্মদ মজিবুর রহমান গণমাধ্যমকে বলেছে, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ ও ১ জন ছুরিকাঘাতের খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
তথ্যসূত্র:
১. চট্টগ্রামে ফুটপাত দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২
– https://tinyurl.com/322wzw2s