
ভারতে স্কুলে ইফতার প্রোগ্রাম আয়োজন করায় এক মুসলিম প্রিন্সিপালকে বরখাস্ত করেছে উগ্র হিন্দুত্ববাদী সরকার। ভারতের উত্তর প্রদেশের শিক্রাপুর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এই বরখাস্তের ঘটনায় দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।
গত ১৭ মার্চ, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করে ইরফান নাকভি নামক ওই স্কুলের প্রিন্সিপাল। ওই ইফতার মাহফিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ভাইরাল ওই ভিডিওর জের ধরে ওই মুসলিম শিক্ষককে বহিষ্কার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও গুলোতে দেখা যায়, একটি স্কুলের ভিতরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছে কিছু মুসলিম।
ওই ভিডিও ভাইরাল হওয়ার পর, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না নেওয়ার অভিযোগ তুলে তাকে বরখাস্ত করে। পরে ওই শিক্ষকের নামে মামলাও দেয় উগ্র হিন্দুত্ববাদীরা।
তথ্যসূত্র:
1. Principal suspended for organising Iftar gathering at primary school in UP
– https://tinyurl.com/4buw56w3