আফগানিস্তানের নতুন কারিকুলাম ইসলাম ও আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি হবে: ইমারতে ইসলামিয়া

0
169

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান দেশটির শিক্ষা কারিকুলাম থেকে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইসলামি শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের ভিত্তিতে নতুন কারিকুলাম তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শিক্ষামন্ত্রী মাওলানা হাবিবুল্লাহ আগা হাফিজাহুল্লাহ এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, স্কুলের সিলেবাস পুনরায় পর্যালোচনা করা হবে এবং ইসলাম ও আফগান সংস্কৃতির বিরোধী সব বিষয় সম্পূর্ণরূপে বাদ দেওয়া হবে।

গত ২১ মার্চ আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী কাবুলে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘কারিকুলামে ইসলাম ও আফগান সংস্কৃতিবিরোধী যেসব বিষয় রয়েছে, তা আমরা বাদ দেব। কেউ মানুক বা না মানুক, আমরা এমন একটি কারিকুলামই তৈরি করব—যা ধর্মীয়, আধুনিক এবং আফগান সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

উদ্বোধনী অনুষ্ঠানে ইমারতে ইসলামিয়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র:
1. Academic Year 1404 Begins Without Girls Above Sixth Grade
– https://tinyurl.com/3ch8c3tj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে স্কুলে ইফতার আয়োজন করায় মুসলিম ‘প্রিন্সিপাল’ কে বরখাস্ত করলো উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার
পরবর্তী নিবন্ধবুরকিনায় জেএনআইএম মুজাহিদিন কর্তৃক ২টি সামরিক ব্যারাক বিজয়: নিহত ২১ শত্রু সেনা