বুরকিনায় জেএনআইএম মুজাহিদিন কর্তৃক ২টি সামরিক ব্যারাক বিজয়: নিহত ২১ শত্রু সেনা

0
139

বুরকিনা ফাসোতে জান্তা বাহিনীর ২টি সামরিক ব্যারাকে আল-কায়েদা ইসলামিক মাগরিব সংশ্লিষ্ট মুজাহিদদের পরিচালিত হামলায় ২১ শত্রু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ১৪ মার্চ শুক্রবার, পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ফাদাঙ্গুরমা ও কোলবেলোগো রাজ্যে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অভিযান পরিচালনা করছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। এদিন মুজাহিদিনরা তাদের প্রথম অভিযানটি পরিচালনা করেন ফাদাঙ্গুরমা রাজ্যের ইয়াম্বা এলাকায় জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে। ফলে এই এলাকায় জেএনআইএম ও জান্তার মধ্যে তীব্র লড়াই শুরু হয়। কিন্তু মুজাহিদদের সাহসিকতা ও বুলেটের ক্ষিপ্রতার সামনে জান্তা বাহিনী ময়দানে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকতে পারে নি। এসময় মুজাহিদদের একের পর এক আঘাতে ধ্বংস হয়ে যায় জান্তা বাহিনীর ৬টি সামরিক যানবাহন, পুড়ে যায় ব্যারাকের বিভিন্ন অংশ। ব্যাপক এই ক্ষয়ক্ষতির পর জান্তা বাহিনী ব্যারাক ছেড়ে পিছু হটতে বাধ্য হয়, ততক্ষণে মুজাহিদদের পরিচালিত হামলায় অন্তত ১২ জান্তা সদস্য নিহত এবং আরও বহু সৈন্য আহত হয়। জান্তা বাহিনী ব্যারাক ছেড়ে পালিয়ে গেলে মুজাহিদিনরা এটির নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

জেএনআইএম মুজাহিদিনরা এদিন তাদের দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করেন কোলবেলোগো রাজ্যের রসি এলাকায়। মুজাহিদিনরা অভিযানটি উক্ত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে পরিচালনা করেন। এতে জান্তা বাহিনীর ৯ সদস্য ঘটনাস্থলে নিহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। জান্তা দের পলায়নের পর মুজাহিদিনরা সামরিক ব্যারাকটির নিয়ন্ত্রণ নেন।

সূত্রমতে, মুজাহিদিনরা উক্ত সামরিক ঘাঁটিগুলো থেকে প্রচুর সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত পেয়েছেন। এসকল গনিমতের মধ্যে রয়েছে ১টি 60mm মর্টার, ১টি দুশকা মেশিনগান, ৫টি পিকা, ২টি আরপিজি, ৪০টি ক্লাশিনকোভ, ১৫টি পিস্তল, ২৩টি মোটরসাইকেল, প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/478cvkyu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের নতুন কারিকুলাম ইসলাম ও আধুনিক বিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি হবে: ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসোমালিয়ার সর্বশেষ পরিস্থিতি: শাবাবের অগ্রগতিতে অস্তিত্ব সংকটে মোগাদিশু বাহিনী