অপহৃত শিশুকে উদ্ধার করলো ইমারতে ইসলামিয়ার সেনাবাহিনী

1
256

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নানগারহার প্রদেশে অভিযান চালিয়ে অপহরণকারীদের হাত থেকে আট বছরের এক শিশুকে উদ্ধার করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তিন দিন আগে অজ্ঞাতনামা অপহরণকারীরা শিশুটিকে তুলে নিয়ে যায়, পরে গোয়েন্দা অভিযানের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত ২৩ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুফতি আব্দুল মাতিন কানি হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, নিরাপত্তা বাহিনীর সফল অভিযানের ফলে শিশুটিকে মুক্ত করা হয়েছে এবং তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অপহরণের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য যে, গত চার বছরে ইমারতে ইসলামিয়ার নিরাপত্তা বাহিনী অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি অপহরণ চক্র ধ্বংস করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. امنیتي ځواکونو یو ماشوم له انسان تښتوونکو ژغورلی
– https://tinyurl.com/chhmfruj

১টি মন্তব্য

Leave a Reply to ফাতেহ আল হিন্দি প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১৬৯টি প্রকল্প উদ্বোধন করলো ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র ও হুথিদের দ্বন্দ্ব; দুটি পক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্যের লড়াই ছাড়া আর কিছুই নয়: আল-কায়েদা