সোমালিয়া || প্রতিশ্রুতি ভঙ্গ করে আদেল জেলা থেকে পালিয়েছে প্রেসিডেন্ট হাসান শেখ

1
616

সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের আদেল জেলার কেন্দ্রের দিকে অগ্রসর হতে শুরু করেছেন আশ-শাবাব মুজাহিদিন। এর ফলে শহরটিতে আশ্রয় নেওয়া মোগাদিশু প্রশাসনের প্রধান প্রেসিডেন্ট হাসান শেখ শহরটি ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রমতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা ২৬ মার্চ বুধবার, মধ্য শাবেলির কৌশলগত জেলা শহর আদেল-এর উপকন্ঠে মোগাদিশু বাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ চালাতে শুরু করেছেন। এই অভিযানের ধারাবাহিকতায় মুজাহিদিনরা শহরটির উপকন্ঠে অবস্থিত আলী-গাদুদ জেলা এবং জিলজাব এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন।

এই বিজয়ের মধ্য দিয়ে হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা জেলা শহর আদেলের ২৪ কিলোমিটার এরিয়ার ভিতর চলে আসেন। জানা গেছে যে, বিগত কিছুদিন ধরেই জেলা শহরটিতে শাবাবের বিরুদ্ধে মিলিশিয়া বাহিনীকে একত্রিত করেছিল মোগাদিশু সরকার প্রধান হাসান শেখ গুরুগুর্ত। এসময় হাসান শেখ শপথ করেছিল যে, তিনি মুজাহিদদের কেন্দ্রীয় শাবেলি থেকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত আদেল শহর ছেড়ে যাবে না।

কিন্তু বুধবারের অভিযানে মুজাহিদিনরা যখন শহরটির খুব কাছাকাছি চলে আসেন, তখন হাসান শেখ তার প্রতিশ্রুতি ভঙ্গ করে। এসময় সে মিলিশিয়া বাহিনীর সদস্যদেরকে যুদ্ধের ময়দানে শাবাবের সামনে একা ছেড়ে দেয় এবং ২টি সামরিক হেলিকপ্টারের নিরাপত্তায় আদেল জেলা থেকে পালিয়ে মোগাদিশুতে চলে আসে।


তথ্যসূত্র:
1. Gurguurte Oo Lagala Cararay Cadalle Kaddib Weeraradii Masaajid Cali-gaduud Iyo Geelgub.
– https://tinyurl.com/4fch3y74

১টি মন্তব্য

Leave a Reply to ফাতেহ আল হিন্দি প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাবের নিয়ন্ত্রণে সোমালিয়ার প্রায় ৩,৮২,৫৯৪ বর্গকিলোমিটার এলাকা
পরবর্তী নিবন্ধগরু চুরির অভিযোগ তুলে দুই মুসলিম গাড়ি চালককে মারধর করলো উগ্র হিন্দুত্ববাদীরা