
বরিশালের আদালতে ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি ও তার সহযোগীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর কোর্ট কম্পাউন্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাংবাদিকরা গণমাধ্যমকে জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কোর্ট কম্পাউন্ডে আসামিদের ছবি তোলার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে স্থানীয় একটি দৈনিকের ফটোসাংবাদিক এন আমিন রাসেলের মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়। পরে জানা যায়, সোহেলসহ ১৫ থেকে ২০ জন ছাত্রদল নেতাকর্মী এতে অংশ নেয়।
ফটো সাংবাদিক এন আমিন রাসেল গণমাধ্যমকে বলেছে, কিছুদিন আগে বাবুগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার হয়েছিলো। তাদেরকে বৃহস্পতিবার আদালতে আনা হলে ওই ডাকাতদের ছবি তুলি। তখন ছবি তুলতে বাধা দেয় বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি। আমি ছবি তোলায় সোহেল রাড়ি ও তার সঙ্গের কয়েকজন মিলে আমার মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
তথ্যসূত্র:
১. ডাকাতের ছবি তোলায় সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দিল ছাত্রদল নেতা
– https://tinyurl.com/237j6kxm