
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও আমিরুল মুমিনিন শাইখুল হাদিস হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ ঈদুল ফিতর উপলক্ষে এক বিবৃতিতে ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, মুসলিম উম্মাহ একটি একক দেহের মতো—যেখানে এক অংশ ক্ষতিগ্রস্ত হলে পুরো দেহ সেই কষ্ট অনুভব করে। বিশেষত ফিলিস্তিনসহ বিশ্বের যেসব স্থানে মুসলিমরা নিপীড়িত, তিনি সেখানে মুসলিমদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
গত ২৭ মার্চ এক প্রতিবেদনে ইমারতে ইসলামিয়া প্রশাসন এ বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে আমিরুল মু’মিনিন বলেছেন, ঈদ মুসলিমদের জন্য খুশির দিন হলেও, বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলিমদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। মুসলিমদের মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে মুসলিমদের দুর্দশায় তাদের প্রতি সমর্থন ও সাহায্য দেওয়া প্রত্যেক মুসলিমের দায়িত্ব।
তিনি বিবৃতিতে আরও বলেছেন, ‘আমরা ফিলিস্তিনের নির্যাতিত ও অসহায় জনগণের উপর ইহুদিবাদী সরকারের নৃশংস আক্রমণ ও বোমা হামলার তীব্র নিন্দা জানাই। আমরা এটিকে একটি জঘন্য অন্যায় ও বর্বরতা বলে মনে করি। আমরা ফিলিস্তিনি জনগণের ন্যায্য দাবিকে সমর্থন করি এবং গোটা বিশ্বের প্রতি আহ্বান জানাই, যতটা সম্ভব, ফিলিস্তিনিদের সমর্থন করার জন্য, যাতে তারা তাদের অধিকার ফিরে পেতে পারে, ইহুদিবাদী সরকারের নিপীড়ন ও আগ্রাসন থেকে মুক্তি পেতে পারে এবং সেখানে চলমান নৃশংসতা ও অবিচারের অবসান ঘটাতে পারে।’
এছাড়াও, তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আল্লাহর কাছে দোয়া করেন যেন ফিলিস্তিনি জনগণের অবস্থার উন্নতি হয় এবং তাদের বিজয় দান করা হয়।
তথ্যসূত্র:
1. Message of Congratulations on Eid al-Fitr from His Highness Amir al-Mu’minin, Sheikh of the Qur’an and Hadith, Mawlawi Hibatullah Akhundzada, May Allah Protect Him
– https://tinyurl.com/yadpz3xk