
সোমালিয়ায় মধ্য শাবেলিতে আশ-শাবাব মুজাহিদিন তাদের অগ্রগতি অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি কোনো গুলি না চালিয়েই একাধিক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।
সূত্রমতে, গত ২৮ মার্চ শুক্রবার সকালে, আশ-শাবাব মুজাহিদিন কোনও প্রতিরোধের মুখোমুখি না হয়েই মধ্য শাবেলি রাজ্যের বুরদাকার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন। শাবাব কর্তৃক বিজিত এই এলাকাটি আদালে জেলা থেকে ২৬ কিলোমিটার দূরে অবস্থিত মসজিদ আলি গাদুদ এবং গিলগাব শহরকে সংযুক্তকারী কৌশলগত একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে পরিচিত।
এদিন রাতে মুজাহিদিনরা এই অঞ্চলের আরও বেশ কিছু গ্রামে কোনো গুলাগুলি ছাড়াই প্রবেশ করেছেন। বিশেষ করে আদালে, মাসাগাওয়ে, আইলধীর এবং আদান ইয়াবালের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর উপকন্ঠে অবস্থিত একাধিক গ্রামে মুজাহিদিনরা প্রবেশ করেছেন। এসকল গ্রামে মুজাহিদদের ব্যাপক গতিবিধি ও কার্যকলাপ দেখা গেছে। শহরগুলোর উপকন্ঠে শাবাবের এমন উপস্থিতি বড় আকারের আক্রমণের প্রস্তুতি কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য যে, মোগাদিশু সরকার যখন তুরস্ক এবং ইথিওপিয়ার দিকে সাহায্যের জন্য তাকিয়ে আছে, তখন আশ-শাবাব মুজাহিদিনরা কোনো যুদ্ধ ছাড়াই অনেক গ্রামের নিয়ন্ত্রণ নিচ্ছেন। সেই সাথে নতুন বিজিত অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ মজবুত করছেন, ফলে মোগাদিশু বাহিনী বারবার চেষ্টা করেও আশ-শাবাব থেকে কোনো এলাকার দখল নিতে পারছে না।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yxdxpasr