
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে দেশটির জনগণ। বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আফগান সাংবাদিকদের সাথে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
গত ৩০ মার্চ ছিল আফগানিস্তানে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম দিন। এই দিন সকালে ঈদের জামাতের মাধ্যমে উদযাপন শুরু করেন পাখতিয়া প্রদেশের বাসিন্দারা। মহিবুল্লাহ নামে একজন জানান, এই বছর, আল্লাহ তা’য়ালার কৃপায় নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। নিরাপত্তা বাহিনী প্রতিটি গলিতে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
জাওজান প্রদেশের নিরাপত্তা নিয়ে কথা বলেছেন কনিষ্ক গাফফারি নামে একজন বাসিন্দা। তিনি বলেন, ‘আমরা ঈদের প্রথম দিনটি নিরাপদ পরিবেশে, ঐক্য ও ভ্রাতৃত্বের মধ্যে দিয়ে শুরু করেছি। জনসাধারণের উপস্থিতি বেশ ভালোই ছিল।’
নিরাপত্তার বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে কাবুলের বাসিন্দা হিজাজ আহমেদ দুররানি বলেন, ‘আমাদের প্রথা অনুযায়ী, নামাজের পর আমরা বাড়ি ফিরে যাই, পরিবারকে ঈদের শুভেচ্ছা জানাই, তারপর আমাদের ভাই, চাচাতো ভাই এবং অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি এবং আনন্দ ভাগ করে নেই।’
এদিকে, ঈদের ছুটিতে জনগণের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন কাবুলের নিরাপত্তা কর্মীরা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
কাবুলের নিরাপত্তা কমান্ডের মুখপাত্র খালিদ জাদরান হাফিযাহুল্লাহ বলেছেন, ‘আমরা চাই এই আনন্দময় ঈদ একটি নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হোক। পুলিশের পক্ষ থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে দেশের যে কোন স্থানে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য আশ্বস্ত করা হয়েছে।’
অন্যদিকে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য মুহাম্মাদ শফিক হাফিযাহুল্লাহ জানিয়েছেন, ‘রাত দিন বিবেচনা না করে ২৪ ঘন্টার জন্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছি আমরা।’
তথ্যসূত্র:
1. Public Welcomes Security Measures on First Day of Eid al-Fitr
– https://tinyurl.com/mrb2v9xf