
আফগানিস্তানে নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঈদুল ফিতরের দিনগুলো পালিত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিবৃতি প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইমারতে ইসলামিয়ার জাতীয় পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশটির মসজিদ, জনসমাগম ও বিনোদনমূলক স্থানসমূহে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। মহান আল্লাহর অশেষ রহমতে, ঈদের দিনগুলোতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মত কোনও ঘটনা পরিলক্ষিত হয় নি।
নিরাপত্তা বাহিনীর সদস্যগণ দিবা-রাত্রি ২৪ ঘণ্টা তৎপর ছিলেন। জনগণ তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে শান্তি ও আনন্দের মধ্য দিয়ে পবিত্র রমাদান মাস ও ঈদের দিনগুলো উদযাপন করেছিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে পৃথক পৃথক সভায় নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন দেশের সকল প্রদেশের স্থানীয় কর্মকর্তাগণ। একই সাথে তারা জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব, নিরাপত্তা বাহিনীকে সমর্থন করা ও ইসলামী ব্যবস্থার প্রতি আনুগত্যের গুরুত্ব তুলে ধরেছিলেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/a9xdny5k