ভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ: গ্রেফতার ৪০

0
95

ভারতে চরম বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সদস্যরা দেশের বিভিন্ন শহরে বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। জোরপূর্বক মুসলিমদের সম্পত্তি কেড়ে নেওয়ার এই ভয়ংকর ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ উঠেছে ‘ওয়াকফ বিল মানি না, মানব না!’ এই বিক্ষোভ কর্মসূচি থেকে ৪০ জন মুসলিমকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।

ভারতীয় পুলিশ বিভিন্ন স্থানে এই বিক্ষোভ থেকে অন্তত ৪০ জন মুসলিম নাগরিককে গ্রেফতার করেছে।

গত ৪ এপ্রিল জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ শহরে একযোগে এই প্রতিবাদের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। সংবাদ সংস্থা এএনআই’র বরাতে জানা যায়, ‘যৌথ ওয়াকফ সুরক্ষা মঞ্চ’–এর আহ্বানে এ আন্দোলনের সূচনা হয়।

চেন্নাইয়ে আলোচিত তামিল অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্ট্রি কাজাগাম’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, ‘আমাদের অধিকার হরণ আমরা কখনো মেনে নেব না।’

আহমেদাবাদে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম)–এর নেতাকর্মীরা বিক্ষোভে নেতৃত্ব দেন। অংশগ্রহণকারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমরা ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাখ্যান করি।’ এখান থেকেই পুলিশ অন্তত ৪০ জনকে গ্রেফতার করে।

এদিকে কলকাতা শহর রীতিমতো বিশাল এক প্রতিবাদ মঞ্চে পরিণত হয়। ‘জয়েন্ট ফোরাম ফর ওয়াকফ প্রোটেকশন’–এর ডাকে শহরের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ সমবেত হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। তাদের বক্তব্য, এই বিল মুসলমানদের ধর্মীয় অধিকার ও ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত করেছে।

উল্লেখ্য, গত ২ এপ্রিল ভারতের লোকসভায় পাস হয় বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলটি। এটি আইনে পরিণত হতে এখন বাকি রয়েছে রাজ্যসভায় অনুমোদন ও রাষ্ট্রপতির স্বাক্ষর।


তথ্যসূত্র:
1. Huge Protests In Kolkata, Chennai After Waqf Bill Clears Parliament
– https://tinyurl.com/zkmdyt57

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচলতি বছরে ৩ মিলিয়ন আফগান শরণার্থীকে নির্বাসনের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার
পরবর্তী নিবন্ধগাজায় বর্বর ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত ৮৬ ফিলিস্তিনি