চলতি বছরে ৩ মিলিয়ন আফগান শরণার্থীকে নির্বাসনের পরিকল্পনা করছে পাকিস্তান সরকার

0
96

এ বছর ৩ মিলিয়ন আফগান শরণার্থীকে বহিষ্কারের পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার। বিগত ৩১ শে মার্চ পাকিস্তানের রাজধানী ও এর আশেপাশে অঞ্চলগুলো ত্যাগ করার জন্য শরণার্থীদের একটি সময়সীমা প্রদান করেছিল পাক প্রশাসন।

শরণার্থীদের গ্রেপ্তার ও নির্বাসন প্রক্রিয়া বিগত ১ এপ্রিল থেকে শুরু হওয়া কথা ছিল, কিন্তু ঈদুল ফিতরের ছুটির কারণে এ প্রক্রিয়া শুরুতে সময়সীমা বাড়ানো হয়।

শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১৮ মাসে প্রায় ৮ লক্ষ ৪৫ হাজার আফগান শরণার্থী পাকিস্তান ত্যাগ করেছেন। আরও ৩ মিলিয়ন আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। এর মধ্য ১.৩৪ মিলিয়নের অধিক শরণার্থীর রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। ৮ লক্ষ ৪ হাজারের অধিক শরণার্থীর পাকিস্তানের নাগরিক কার্ড রয়েছে। কিন্তু এর বাইরে আরও ১ মিলিয়ন আফগান শরণার্থী কোনও বৈধ কাগজপত্র ব্যতীত পাকিস্তানে অবস্থান করছেন।

এদিকে পাকিস্তানের গণ-নির্বাসন অভিযানে গত ৪ এপ্রিল ৬০ জন আফগান শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আফগান শরণার্থীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক ও মানবিক নিয়মের লঙ্ঘন বলে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।


তথ্যসূত্র:
1. Pakistan plans to expel 3 million Afghan refugees this year
– https://tinyurl.com/y2hjjwc8
2. https://tinyurl.com/2nw3e4s5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি বর্বরতায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার
পরবর্তী নিবন্ধভারতে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ: গ্রেফতার ৪০