
এ বছর ৩ মিলিয়ন আফগান শরণার্থীকে বহিষ্কারের পরিকল্পনা করেছে পাকিস্তান সরকার। বিগত ৩১ শে মার্চ পাকিস্তানের রাজধানী ও এর আশেপাশে অঞ্চলগুলো ত্যাগ করার জন্য শরণার্থীদের একটি সময়সীমা প্রদান করেছিল পাক প্রশাসন।
শরণার্থীদের গ্রেপ্তার ও নির্বাসন প্রক্রিয়া বিগত ১ এপ্রিল থেকে শুরু হওয়া কথা ছিল, কিন্তু ঈদুল ফিতরের ছুটির কারণে এ প্রক্রিয়া শুরুতে সময়সীমা বাড়ানো হয়।
শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, বিগত ১৮ মাসে প্রায় ৮ লক্ষ ৪৫ হাজার আফগান শরণার্থী পাকিস্তান ত্যাগ করেছেন। আরও ৩ মিলিয়ন আফগান নাগরিক বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। এর মধ্য ১.৩৪ মিলিয়নের অধিক শরণার্থীর রেজিস্ট্রেশন কার্ড রয়েছে। ৮ লক্ষ ৪ হাজারের অধিক শরণার্থীর পাকিস্তানের নাগরিক কার্ড রয়েছে। কিন্তু এর বাইরে আরও ১ মিলিয়ন আফগান শরণার্থী কোনও বৈধ কাগজপত্র ব্যতীত পাকিস্তানে অবস্থান করছেন।
এদিকে পাকিস্তানের গণ-নির্বাসন অভিযানে গত ৪ এপ্রিল ৬০ জন আফগান শরণার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আফগান শরণার্থীদের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান আন্তর্জাতিক ও মানবিক নিয়মের লঙ্ঘন বলে বিবেচনা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
তথ্যসূত্র:
1. Pakistan plans to expel 3 million Afghan refugees this year
– https://tinyurl.com/y2hjjwc8
2. https://tinyurl.com/2nw3e4s5