
গাজা উপত্যকায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে দখলদার ইসরায়েলের বিমান হামলা। বর্বর ইসরায়েলি বিমান হামলায় একদিনেই নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি, আহত হয়েছেন শত শত। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে আবার শুরু হওয়া এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও এখনো নেই স্থায়ী শান্তির কোনো ইঙ্গিত।
৪ এপ্রিল, শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি হানাদার বাহিনী ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছেন ৮৬ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ২৮৭ জন। এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় মোট নিহত হয়েছেন ৫০ হাজার ৬০৯ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৬৩ জনে। এর মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু, যা যুদ্ধের নির্মমতা আরও স্পষ্ট করে তোলে।
আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের চাপে দখলদার ইসরায়েল ১৯ জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দিলেও মাত্র দুই মাসের মাথায় ১৮ মার্চ থেকে ফের সামরিক আগ্রাসন শুরু করে। নতুন করে শুরু হওয়া এই দ্বিতীয় দফার অভিযানে মাত্র ১৫ দিনেই নিহত হয়েছেন আরও ১ হাজারের বেশি ফিলিস্তিনি।
তথ্যসূত্র:
1. Israel’s genocide in Gaza: 86 Palestinians killed in 24 hours
– https://tinyurl.com/3dpcjj8e
2.86 Palestinians martyred, 287 injured in Gaza in the past 24 hours
– https://tinyurl.com/3e8pby3a