
ইমারতে ইসলামিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ সৌদি আরব সফর করেছেন। এই সফরকে আফগানিস্তান ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সফরের বিষয়টি নিশ্চিত করেছেন ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।
৫ এপ্রিল প্রকাশিত বখতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের পক্ষ থেকে আফগান প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা ও উচ্চ পর্যায়ের প্রোটোকল প্রদান করা হয়েছে। জাবিহুল্লাহ মুজাহিদের ভাষ্যমতে, সৌদি আরবের এমন আন্তরিকতা ও মর্যাদাপূর্ণ অভ্যর্থনা প্রমাণ করে যে, তারা ইমারতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে আগ্রহী এবং ভবিষ্যতে আরও সুদৃঢ় বন্ধনে আবদ্ধ হতে চায়।
এই সফরের সময় দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, এবং মুসলিম বিশ্বের ঐক্য ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
ইমারতে ইসলামিয়া শুরু থেকেই শান্তিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সৌদি সফর সেই ধারাবাহিক প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
তথ্যসূত্র:
1. Mawlavi Amir Khan Muttaqi VisitsSaudi Arabia
– https://tinyurl.com/2p8cys3n