
ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রি করছে ট্রাম্প প্রশাসন। গত মাসেই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিল। কারণ এই অস্ত্র উগ্রপন্থি ইসরায়েলিরা অবৈধ বসতি স্থাপনে ব্যবহার করবে।
২০২৫ সালের মার্চ মাসে, মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়। এতে উল্লেখ করা হয়, ২৪ মিলিয়ন ডলারে ৫.৫৬ মিলিমিটার ক্যালিবারের সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কারবাইন রাইফেল বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই রাইফেলগুলো ইসরায়েলি ন্যাশনাল পুলিশ ব্যবহার করবে। বাইডেন প্রশাসনের সময় এই বিক্রির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল, কারণ উদ্বেগ ছিল যে এসব অস্ত্র হয়তো উগ্রপন্থি বসতি স্থাপনকারীদের হাতে চলে যেতে পারে। তারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলায় জড়িত—এমন অভিযোগও রয়েছে।
রয়টার্সের হাতে আসা সরকারি নথিতে বলা হয়েছে, এই অস্ত্র বিক্রির প্রস্তাব তুলনামূলকভাবে ছোট হলেও বিষয়টি সংবেদনশীল সময়কে ঘিরে এসেছে। কারণ, পশ্চিম তীরে সহিংসতার পরিপ্রেক্ষিতে বাইডেন প্রশাসন একাধিক ইসরায়েলি ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন চলতি বছরের ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরেই একটি নির্বাহী আদেশের মাধ্যমে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই ইসরায়েলের কাছে আবারও বড় পরিমাণে অস্ত্র সরবরাহ শুরু হয়। এদিকে, এই রাইফেলগুলো কীভাবে ও কোথায় ব্যবহার হবে, তা নিয়ে ইসরায়েল সরকারের কাছ থেকে কোনো নিশ্চয়তা আদায় করা হয়েছে কিনা—সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের প্রশ্নের উত্তর দেয়নি।
এই অস্ত্রগুলো ইসরায়েলি পুলিশের হাতে পড়লেও আশঙ্কা রয়েছে যে, এগুলোর কিছু হয়তো অবৈধ বসতি স্থাপনকারীদের কাছে পৌঁছাবে। এর আগে বহুবার দেখা গেছে, এ ধরনের আধুনিক অস্ত্র দিয়ে তারা ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালিয়েছে।
পশ্চিম তীরসহ গোটা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এমন অস্ত্র সরবরাহ নতুন করে বিতর্ক তৈরি করেছে। যেখানে আন্তর্জাতিক মহল শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে, সেখানে বড় পরিসরে অস্ত্র বিক্রি সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।
তথ্যসূত্র:
1. US sending Israel 20,000 assault rifles that Biden had delayed, say sources
– https://tinyurl.com/mry6u48f
2.US sending Israel 20,000 assault rifles that Biden had delayed, say sources
– https://tinyurl.com/39juk8ap