
বুরকিনা ফাসোর কুলবেলোগো রাজ্যে জান্তা বাহিনীর একটি সামরিক পোস্টে অতর্কিত আক্রমণ চালিয়েছেন মুজাহিদিনরা। এতে ১০ এরও বেশি জান্তা সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে।
আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, গত ৩ মার্চ বৃহস্পতিবার, আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা বুরকিনা ফাসোর কুলবেলোগো রাজ্যে একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। অতর্কিত এই আক্রমণটি রাজ্যের গোঙ্গাই ইয়েরিত এলাকায় অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক পোস্ট লক্ষ্য করে চালানো হয়েছে।
জেএনআইএম মুজাহিদদের এই অভিযানে জান্তা বাহিনীর ১০ এরও বেশি সৈন্য নিহত হয়। অন্য সৈন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও এক সৈন্য মুজাহিদদের হাতে বন্দী হয়। এছাড়াও এই অভিযান শেষে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে বেশ কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেছেন। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ৪১টি ক্লাশিনকোভ, ২টি পিকা, ১টি আরপিজি, ১টি ড্রোন, ২টি মোটরবাইক, বেশ কিছু গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম।
তথ্যসূত্র:
١. هجوم على نقطة عسكريّة للجيش في (غونقاي يري)
– https://tinyurl.com/zusmskfy