গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত ৬০, আহত ১৬২

0
249

গাজায় চলমান বর্বর ইসরায়েলি আগ্রাসনে আরও ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ০৫ এপ্রিল, শনিবার সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা চালিয়ে তাদের হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৬২ জন।

এর মধ্যে শনিবার ভোরে চালানো এক হামলাতেই প্রাণ হারিয়েছেন ৩০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

ইউনিসেফের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছে, দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করার পর থেকে প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে। গাজার ১০ লাখেরও বেশি শিশু এক মাসেরও বেশি সময় ধরে স্বাস্থ্য সহায়তা পাচ্ছে না বলেও সতর্ক করেছে ইউনিসেফ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫০,৬৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তথ্যমতে, নিহতদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। চলমান এই আগ্রাসন গাজাকে ধ্বংস করেছে। বেশিরভাগ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি হামলার মাত্রা এতো বেশি যে, ভূখণ্ডটির জনসংখ্যার ৯০ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন।


তথ্যসূত্র:
1.Over 60 Palestinians killed in Israeli attacks on Gaza in 24 hours
– https://tinyurl.com/mr4byh4a
2.At least 60 killed in Israeli strikes on Gaza
– https://tinyurl.com/wfjm3yvw

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধলঘমানে এক বছরে ৩২৭টি পারিবারিক বিরোধ নিষ্পত্তি করলো ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধভারতে রাষ্ট্রপতির স্বাক্ষরে আইনে রূপ নিল মুসলিমবিরোধী ওয়াকফ সংশোধনী বিল