
অবরুদ্ধ গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পতাকা ফেসবুকে পোস্ট করায় এক মুসলিম কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার। উত্তর প্রদেশের সাহারানপুর জেলার কৈলাশপুর পাওয়ার সাবস্টেশনে কর্মরত শাকিব খান নামের ওই কর্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনেছে যোগী আদিত্যনাথ প্রশাসন।
গত ৬ এপ্রিল এক প্রতিবেদনে ক্লারিওন ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার সূত্রপাত ঈদুল ফিতরের দিন। সাহারানপুর শহরের একটি মসজিদের সামনে কয়েকজন শিশু ও যুবকের সঙ্গে ফিলিস্তিনের পতাকা হাতে ছবি তোলেন শাকিব। পরে সেই ছবি ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে গাজা গণহত্যার পরোক্ষ সমর্থক যোগী সরকার।
এরপর গত ৪ এপ্রিল বিদ্যুৎ বিভাগ থেকে সংশ্লিষ্ট চুক্তিভিত্তিক কোম্পানিকে চিঠি দিয়ে শাকিবকে বরখাস্তের নির্দেশ দেয় প্রশাসন। বিদ্যুৎ বিভাগের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শিশির কুমার চাহি জানায়, তদন্তে বিষয়টিকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বিভাগ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাকে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে।
শুধু শাকিব নন, ওইদিন সাহারানপুরের ঘন্টাঘর এলাকায় ঈদের নামাজের পর ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত এক শান্তিপূর্ণ মিছিল থেকেও গ্রেফতার করা হয় অন্তত ৮ মুসলিমকে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নতুন একটি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আরও ৬০ জনের বিরুদ্ধে মামলা হলেও অধিকাংশের নাম উল্লেখ করা হয়নি।
আটকদের পরিবার জানিয়েছে, পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে ঢুকে মারমুখী আচরণ করে। মুহাম্মদ ফালাক নামে এক ব্যক্তি ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার হন। তার মায়ের অভিযোগ, ‘পুলিশ আমাদের বাড়িতে অনধিকার প্রবেশ করে, সেখানে কেবল নারী ও শিশু ছিল, কোনো নারী পুলিশ সদস্য ছিল না।’
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করায় উত্তর প্রদেশ ছাড়াও মধ্যপ্রদেশ, বিহার ও কর্ণাটকের মতো রাজ্যগুলোতেও মুসলিমদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে ভারতীয় প্রশাসন। ফিলিস্তিনি পতাকা উত্তোলন কিংবা সামাজিকমাধ্যমে সমর্থন জানানোর অভিযোগে এরইমধ্যে বহু মুসলিম নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারতে মুসলিমদের মৌলিক অধিকার ক্রমেই হুমকির মুখে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন ফিলিস্তিনের প্রতি সমর্থন ন্যায্যতা পাচ্ছে, ভারত তখন উল্টো পথে হাঁটছে। দেশটি এখন আর গণতান্ত্রিক নয়, বরং মুসলিমদের জন্য এক আগ্রাসী ও বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত হয়েছে। ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার মতো ন্যায্য কাজেও মুসলিমদের দমন করা হচ্ছে, যা হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের নগ্ন বহিঃপ্রকাশ।
তথ্যসূত্র:
1. UP: Electricity Dept Dismisses Muslim Employee for Waving Palestinian Flag
– https://tinyurl.com/2fa95mm8