
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসকল হামলায় বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহারে করছে। নির্বিচারে হত্যা করছে লাখ লাখ সাধারণ ফিলিস্তিনিকে। আর এই হত্যাকান্ড পরিচালিত হচ্ছে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে। এরই প্রতিবাদে পুরো ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো।
গত রবিবার (০৬ মার্চ) এক বিবৃতির মাধ্যমে সোমবার (০৭ মার্চ) বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ শক্তিগুলো। এই বিবৃতিতে সারা বিশ্বব্যাপী দখলদার ইসরায়েলের প্রতিরোধে সোচ্চার সংগঠন এবং দেশগুলোকে অংশগ্রহণের আশা ব্যক্ত করেছেন তারা। এই বিবৃতিতে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নির্বিচারে নারী ও শিশু হত্যার ঘটনা তুলে ধরার কথা বলা হয়েছে।
ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আহ্বান করা ধর্মঘটের ডাকে সাড়া দিয়েছে বাংলাদেশের তৌহিদি জনতাসহ সর্বস্তরের জনসাধারণ। হেফাজতে ইসলামসহ একাধিক সংগঠন ফিলিস্তিনিদের সমর্থনে সারা দেশে সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছেন। একইসাথে মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচিরও ঘোষণা দিয়েছে দেশের ছাত্র-সমাজ।
হেফাজতের বৈশ্বিক ধর্মঘটের আহ্বান
ইসরায়েল কর্তৃক গাজাবাসীর ওপর গণহত্যার প্রতিবাদে সোমবার (০৭ মার্চ) বাদ জোহর সব আলেম এবং মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একযোগে বৈশ্বিক হরতাল পালনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান।
ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের দায় রয়েছে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরায়েলকে অবিরাম সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
ঢাবি শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বয়কট
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
রোববার (০৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’
দখলদার ইসরায়েলের ফিলিস্তিনে চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা।
সোমবার (৭ এপ্রিল) সারাদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে ধর্মঘট পালনের পাশাপাশি রাজধানীতে বিক্ষোভ ও সংহতি সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
গাজায় গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে ছাত্র-জনতার বিক্ষোভ
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাগেরহাটের ছাত্র-জনতা। তারা ইসরায়েলি পণ্য বর্জনের অঙ্গীকার করেছে।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় বাগেরহাট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সর্বস্তরের ছাত্র ও জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’; ‘ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই’; ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’; ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই’; ‘নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন চাই’সহ নানা ক্ষোভ ও প্রতিবাদের স্লোগান দেন।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন
ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং নির্বিচার গণহত্যার প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা থেকে শুরু হওয়া এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।
গাজায় গণহত্যার প্রতিবাদে ঢামেক চিকিৎসকদের বিক্ষোভ
গাজায় বর্বোরচিত গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়ে এ কর্মসূচি পালন করছেন তারা।
সমাবেশে বক্তারা ইসরায়েলি পণ্য বর্জন এং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। এ সময় তারা ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইত্যাদি স্লোগান দেন।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইবিতে বিক্ষোভ মিছিল
‘From the river to the sea, Palestine Will be Free’ স্লোগান সামনে রেখে #GlobalStrikeForGaza কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) সকাল নয়টার পর থেকে বাড্ডা ক্যাম্পাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ।
শাবিপ্রবিতে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি
গাজায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি পালন করা হচ্ছে।
সোমবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তথ্যসূত্র:
1. Palestine to observe general strike on Monday in protest of Israel’s aggression on Gaza
– https://tinyurl.com/3j3wvrwz
২. ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামীকাল একযোগে বৈশ্বিক হরতাল পালনের আহ্বান হেফাজতে ইসলামের
– https://tinyurl.com/mw9kf5ux
৩. ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আজ সারাদেশে ‘নো ওয়ার্ক, নো স্কুল’
– https://tinyurl.com/msmnurje
৪. ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে তরুণদের বিক্ষোভ
– https://tinyurl.com/pss68545