
সন্ত্রাসী ইসরায়েলের দখলদার বাহিনীকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সরবরাহ করায় মাইক্রোসফট কোম্পানির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিবাদ জানান প্রতিষ্ঠানটির দুই কর্মচারী। এর জের ধরে ওই কর্মীদের বরখাস্ত করেছে মাইক্রোসফট।
৭ এপ্রিল,সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চিঠি দিয়ে তাদের বরখাস্ত করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এপি নিউজ।
দখলদার ইসরায়েলি সেনাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি সরবরাহ করায় কোম্পানির কর্মী ইবতিহাল আবৌসাদ এবং ভানিয়া আগরওয়াল প্রতিবাদ জানান।
গাজায় ইসরায়েলের আগ্রাসনে সহায়তা করার জন্য টেক জায়ান্ট মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং সাবেক সিইও বিল গেটস ও স্টিভ বলমারের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ করেছেন সংস্থাটির কর্মী ভানিয়া আগরওয়াল। তিনি বলেন, মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করে গাজায় ৫০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আপনাদের সাহস হলো কীভাবে? তাদের (ফিলিস্তিনিদের) রক্তের ওপর উদযাপন করার জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত।
মাইক্রোসফটকে ‘ডিজিটাল অস্ত্র প্রস্তুতকারক’ আখ্যা দিয়ে ভানিয়া আগরওয়াল বলেন, প্রযুক্তির মাধ্যমে সহিংসতাকে উৎসাহিত করা হচ্ছে। এ সময় তিনি কোম্পানিটিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান।
আগরওয়ালকে পরে হল থেকে জোর করে বের করে দেওয়া হয়। ভানিয়া আগরওয়াল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ১৩৩ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সংস্থাটির এআই এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহারের অভিযোগে মাইক্রোসফটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেছেন।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষ।
তথ্যসূত্র:
1. Microsoft workers say they’ve been fired after 50th anniversary protest over Israel contract
-https://tinyurl.com/mvuzrmt8
2.Microsoft workers say they’ve been fired after 50th anniversary protest over Israel contract
– https://tinyurl.com/ympuce98