ইসরায়েলের সমর্থনে পতাকা হাতে বিজেপির মিছিল

0
151

গাজা উপত্যকায় ইজরায়েলের সাম্প্রতিক হামলা ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে উত্তেজনা। বামপন্থী কয়েকটি সংগঠন ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ মিছিল করলেও, ইজরায়েলের পতাকা হাতে দৃঢ় সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি।

উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ইজরায়েলের পক্ষে পতাকা হাতে মিছিল করে বিজেপির নেতাকর্মীরা। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

৬ এপ্রিল, রবিবার ভাটপাড়ায় রামনবমীর শোভাযাত্রায় দখলদার ইসরায়েলের পতাকা হাতে হাঁটতে দেখা যায় বিজেপির নেতাকর্মীদের। ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত যায় ওই শোভাযাত্রা। পরবর্তীতে একটি ভিডিওটি ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অর্জুনের ডান হাতে রয়েছে গেরুয়া পতাকা এবং বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলি পতাকা। ওই শোভাযাত্রায় আরও বেশ কয়েকটি ইসরায়েলের পতাকা উড়তে দেখা যায়।

সেই ভাইরাল ভিডিও সামনে আসতেই বিতর্ক শুরু হয়। ইতোমধ্যেই সোমবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি। যথাযথ গুরুত্ব আরোপ করে অভিযোগটি যাতে ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ (এফআইআর)-এ পরিণত করা হয় তারও আর্জি জানানো হয়েছে।

অর্জুন সিং এর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের বিরুদ্ধেও ওই একই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি ধর্মীয় শোভাযাত্রায় উপস্থিত থেকে ইসরায়েলের পতাকা বহন করে অর্জুন সিং, প্রিয়াঙ্গু পান্ডেসহ স্থানীয় বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও চিত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি নষ্ট করতে ইন্ধন জুগিয়েছে। সুপরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। এই ধরনের জঘন্য অপরাধ করার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1.BJP marches with flags in support of Israel
– https://tinyurl.com/2kk5jw5k

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের কাবুলে ৩২ টনের অধিক মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য নির্মূল
পরবর্তী নিবন্ধভয়াবহ বন্যায় এখনও বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ৪ রাজ্য