গাজায় আবাসিক ভবনে বোমাবর্ষণে নিহত ৩৫, নিখোঁজ অর্ধশতাধিক

0
84

ফিলিস্তিনের গাজায় একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে করে ৯ এপ্রিল, বুধবার নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫৫। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে নিলেও অস্ত্রোপচারের মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।

১০ এপ্রিল, বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শেজাইয়া পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসকরা জানান, হামলায় বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।

এ ঘটনায় ৮০ জন নিখোঁজ রয়েছেন। তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। ভারী উদ্ধারযন্ত্র না থাকায় অনেকটা অসহায় উদ্ধারকারীরা। ধারণা করা হচ্ছে, আটকেপড়াদের অনেকে নিহত হয়েছেন। বাকিদের দ্রুত উদ্ধার সম্ভব না হলে মৃতের সংখ্যা আরও বাড়বে।

গাজার ভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, নিহতদের মধ্যে আটজন নারী ও আটজন শিশু। এছাড়া ৮৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হামলার শিকার ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩৪ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে।

দীর্ঘ ১৫ মাস সামরিক আগ্রাসনের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দখলদার ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইহুদিবাদী দখলদার পক্ষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৭০০ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. At least 35 killed in Israeli attack on Gaza residential block
– https://tinyurl.com/yvnj56bt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি গড়তে ফেসবুকে শতাধিক বিজ্ঞাপন প্রচার
পরবর্তী নিবন্ধইয়েমেনের হোদেইদায় মার্কিন হামলায় নিহত বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে