
হোদেইদা শহরে মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও ১৬ জন। বার্তা সংস্থা এএফপি এ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে।
ইয়েমেনের আল মাসারাহ টিভি চ্যানেল জানায়, হোদেইদার পূর্ব অংশে আমিন মুকবিলের আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হোদেইদায় যুক্তরাষ্ট্রের আগ্রাসনে শহীদের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ১৬ জন। ধ্বংসস্তূপ অপসারণে অভিযান চলছে।
৮ এপ্রিল, মঙ্গলবার রাতে লোহিত সাগরের বন্দর নগরীর একটি আবাসিক এলাকা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এএফপির একজন সাংবাদিক পরপর তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পান।
হামলার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, বিমান হামলায় চার শিশু ও দুইজন নারী নিহত হয়েছেন।
এর আগে হোদেইদা ও এর আশেপাশের এলাকায় বিমান হামলায় দুই নারী এবং চার শিশুসহ ছয়জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।
এছাড়াও, ৬ এপ্রিল, রবিবার রাতে আরেক হামলায়, সানা অঞ্চলে একটি বাড়িতে ৪ শিশু নিহত এবং ২৫ জন আহত হয়। এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়।
তথ্যসূত্র:
1. Death toll from US strikes on Yemen’s Hodeidah port rises to eight
– https://tinyurl.com/3v8fm6ez
2. Suspected US strikes in Yemen kill at least 8 people, Houthi rebels say
– https://tinyurl.com/bdenyhwr