সীমান্তে বেপরোয়া বিএসএফ, বাংলাদেশি যুবককে হত্যার পর লাশ ফেলে দিয়েছে নদীতে

0
38

আবারও বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। হত্যার পর তার লাশ ইছামতি নদীতে ফেলে দেওয়া হয়। শুক্রবার (১১ এপ্রিল) ওই যুবকের লাশ ভেসে ওঠে। এদিকে লাশটি বাঘাডাঙ্গার গ্রামের বুনোপাড়ার ওয়াসিমের বলে প্রথম থেকেই সন্দেহ করে আসছিল তার পরিবার। নিহত ওয়াসিম বাঘাডাঙ্গা গ্রামের রমজান আলীর ছেলে।

বাঘাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য ওবাইদুল গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার দুপুরে হুদাপাড়া গ্রামের এক কৃষক মাঠে যাওয়ার পথে লাশ ভাসতে দেখে। খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশের বিষয়টি নিশ্চিত হয়। তবে লাশ নদীতে থাকায় শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তার নাম পরিচয় অজানা ছিল। কিন্তু ধুড় পাচারের সময় ভারতের অভ্যন্তরে ওয়াসিমের সঙ্গে যাওয়া মহেশপুরের সলেমানপুর গ্রামের আব্দুস সোবহান, কাঞ্চনপুর গ্রামের রাজু,বাগাডাংগা গ্রামের শাাবুদ্দিন, মানিক ও আব্দুল ওয়াহেদ পালিয়ে আসে, তারা লাশটি ওয়াসিমের বলে জানায়।

ওয়াসিমের বড় ভাই বুনোপাড়ার মেহেদী হাসান গণমাধ্যমকে জানায়, তার ভাই ওয়াসিম ৩/৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। মাঝেমধ্যে তিনি ভারতে যাতায়াত করতো বলে শুনেছি। গত ৮ এপ্রিল ওয়াসিমসহ ক’জন সীমান্ত পেরিয়ে ভারতে যায়। ভারত থেকে ফেরার সময় বিএসএফ তাদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের হাতে ধরা পড়ে ওয়াসিম। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এর আগে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে মুরাদুর রহমান মুন্না নামে এক বাংলাদেশি যুবককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ তার পরিবারের। চলতি বছর ৮ জানুয়ারি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে পাহাড়ি ছড়ায় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি যুবক সাইদুল ইসলাম। এছাড়া ১২ জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের গুলিতে শহিদুল ইসলাম (৪২) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। এর কয়েকদিন পর আবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে আহত হন বাংলাদেশি যুবক হাবিল উদ্দিন।

গত এক দশক ধরে সীমান্তে এভাবেই বর্বরতার পরিচয় দিয়েছে ভারতীয়রা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জানায়, গত এক দশকে সীমান্তে ২৯৩ বাংলাদেশিকে শুধু গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।


তথ্যসূত্র:
১. সীমান্তে আবারও বর্বরতা, বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করল বিএসএফ
– https://tinyurl.com/28r7ffm3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবাসিক হোটেলে ‘স্পা সেন্টারের’ নামে অসামাজিক কার্যকলাপ; ০৭ নারীসহ গ্রেফতার ১৫
পরবর্তী নিবন্ধদখলদার ইসরায়েলি বর্বরতার ১ বছর পরেও হামাসের ৭৫ শতাংশ টানেল এখনও অক্ষত রয়েছে