দখলদার ইসরায়েলি বর্বরতার ১ বছর পরেও হামাসের ৭৫ শতাংশ টানেল এখনও অক্ষত রয়েছে

0
150

ফিলিস্তিনে হামাসের মুজাহিদিনদের ৭৫ শতাংশ সুড়ঙ্গ (টানেল) এখনো অক্ষত রয়েছে। মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট।

বুধবার (০৯ এপ্রিল) নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে।

গত ফেব্রুয়ারিতে নিউজ টুয়েলভকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ বলেছে, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি; কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল।

প্রসঙ্গত, ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা গুড়িয়ে দিতে তৎপর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় দেড় বছর পর এবার জানা গেল, হামাসের মাত্র চার ভাগের এক ভাগ সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে দখলদার ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সন্ত্রাসী ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অর্ধলাখ ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ১৫ হাজারেরও বেশি। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Around 75% of Hamas’s tunnels in Gaza not destroyed by IDF
– https://tinyurl.com/4ebx3amn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসীমান্তে বেপরোয়া বিএসএফ, বাংলাদেশি যুবককে হত্যার পর লাশ ফেলে দিয়েছে নদীতে
পরবর্তী নিবন্ধ‘মঙ্গল শোভাযাত্রা’ হিন্দু ধর্মীয় রীতি; সার্বজনীনতার নামে সবার উপর চাপিয়ে দেওয়া হয়েছে- হেফাজতে ইসলাম