৯ বছর পর ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক

0
88

ইসরায়েলি কারাগার থেকে ৯ বছর পর মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক আহমদ মানাসরা। মাত্র ১৩ বছর বয়সে তিনি ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি হয়েছিলেন।

আল জাজিরা জানায়, গত ১০ এপ্রিল দীর্ঘ কারাবাসের পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। তবে নিছক মুক্তিই ছিল না এটি। ইসরায়েলি সেনারা তাকে পরিবারের কাছ থেকে গোপন করে দূরে কোথাও নামিয়ে রেখে আসে। অথচ তার মা-বাবা, ভাই-বোনেরা তখনো কারাগারের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন প্রিয়জনের মুখ দেখার আশায়। পরে এক ফিলিস্তিনি নাগরিক আহমদকে খুঁজে পান ও পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুনর্মিলনের ব্যবস্থা করেন।

আহমদ মানাসরা ২০০২ সালের ২২ জানুয়ারি জেরুজালেমে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দুই ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড়। ২০১৪ সালে মাত্র অষ্টম শ্রেণির শিক্ষার্থী থাকাকালে জেরুজালেমের নিউজেনারেশন স্কুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলি আদালত প্রথমে তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়। পরে সাজা কমিয়ে সাড়ে ৯ বছর করা হলেও, সাথে চাপিয়ে দেওয়া হয় ৪৭ হাজার মার্কিন ডলারেরও বেশি জরিমানা, যা আদায়ে চরম দুর্দশার মুখে পড়ে তার পরিবার।

কারাগারে আহমদের জীবনের গল্পটা কেবল বন্দিত্বে সীমাবদ্ধ নয়, ছিল বর্বর নির্যাতন আর অমানবিক নিপীড়নের বেদনার ইতিহাস। মারধরের ফলে তার মাথার খুলিতেও ভয়াবহ চোট লাগে, শারীরিক-মানসিকভাবে ভেঙে দেওয়া হয় তাকে।


তথ্যসূত্র:
1. Palestinian Ahmad Manasra released from Israeli prison after nine years
– https://tinyurl.com/3twerk4u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || মুফতি তাকি উসমানী হাফিযাহুল্লাহ’র গাজা ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে কমপক্ষে ৫০০ শিশুকে হত্যা করল ইসরায়েল