কোনও বিদেশী সত্ত্বা শরিয়াহ ব্যবস্থায় হস্তক্ষেপ করার অধিকার রাখে না: ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
198

সম্প্রতি আফগানিস্তানের বাদগিস, নিমরুজ ও ফারাহ প্রদেশে ৪ জন হত্যাকারীর উপর কিসাসের বিধান কার্যকর করেছে তালিবান সরকার। আফগান নাগরিকগণ এ বিধান কার্যকরের বিষয়টি সাদরে গ্রহণ করেছেন। তবে স্বভাবগতভাবে এ বিধান প্রয়োগের বিরোধিতা জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে আমেরিকার মদদপুষ্ট আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ।

জাতিসংঘের মানবাধিকার বিভাগ এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে, এমনকি এই বিধানের বাস্তবায়ন বন্ধের জন্য তারা তালিবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘের বিবৃতিকে অন্যায্য ও বিভ্রান্তিকর বলে তীব্র নিন্দা জানিয়েছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালতের মুখপাত্র আব্দুর রহিম রশিদ হাফিযাহুল্লাহ।

তিনি দৃঢ়ভাবে জানান, আফগানিস্তানের শরিয়াহ, ধর্মীয় বিশ্বাস ও আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ করার অধিকার কোনও বহিরাগত সত্ত্বার নেই। এছাড়া সাজাপ্রাপ্ত অপরাধীগণ নিরীহ বেসামরিক নাগরিক হত্যা করেছে, তাদের পরিবারকে শোকাহত করেছে, সামাজিক শান্তি-শৃঙ্খলায় ব্যাঘাত ঘটিয়েছে।

তিনি জাতিসংঘের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলেন, “এটি আমাদের বিশ্বাস, আমাদের আইনি কাঠামো এবং আমাদের জনগণের আকাঙ্ক্ষা। মহান আল্লাহর নাযিলকৃত এ আইন ও ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে আমরা অসংখ্য ত্যাগ স্বীকার করেছি। ইসলামই চূড়ান্ত সত্য এবং এটি মেনে চলা আমাদের কর্তব্য।”

অনস্বীকার্য যে, ইমারতে ইসলামিয়া সরকার পুনর্গঠনের পর আফগানিস্তানে ইসলামি বিধান প্রতিষ্ঠিত হয়েছে, যা আফগানিস্তানের নাগরিক ও সারাবিশ্বের মুসলমানগণ সাদরে গ্রহণ করেছেন।


তথ্যসূত্র:
1. No foreign entity has authority to meddle in our Sharia, religious beliefs, and judicial system
– https://tinyurl.com/3sup8vxs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা সিটির একমাত্র সচল হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তী নিবন্ধবাংলাদেশের পাসপোর্টে ফিরলো ‘এক্সসেপ্ট ইসরায়েল’