
বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র কুয়েত বিদ্যুৎ সাশ্রয়ের নামে মসজিদে নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের ভেতরের অংশ বন্ধ থাকবে, মুসল্লিদের বাধ্য হয়ে মসজিদের বাইরের জায়গায় নামাজ পড়তে হবে।
গত ১৬ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কুয়েত টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মে বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়ায় কুয়েতের সব মসজিদের জন্য এই নির্দেশনা জারি করেছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে। এছাড়া কুয়েতের ছয়টি বিভাগের মসজিদগুলোতে নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধও রাখা হবে বলে খবরে বলা হয়েছে।
নতুন নির্দেশ অনুযায়ী, পাঁচ ওয়াক্ত নামাজেই মসজিদের মূল অংশ বন্ধ রাখতে বলা হয়েছে। মুসল্লিরা মূল জায়গার বদলে মসজিদের বাহিরের অংশে নামাজ পড়বেন। মসজিদের মূল বা ভেতরের অংশ শুধুমাত্র জুমার নামাজের সময় খোলা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ভেতরের অংশের এসির তাপমাত্রা ২২ ডিগ্রিতে রাখতে হবে।
অপরদিকে মসজিদের বাইরের অংশে যদি এসি থাকে তাহলে সেগুলোর তাপমাত্র ২৫ ডিগ্রিতে রাখতে হবে। এছাড়া বেশিরভাগ মসজিদে নারীদের নামাজের স্থানটি বন্ধ থাকবে। শুধুমাত্র ধর্মীয় কাজের সময় এই অংশটি খোলা রাখা যাবে।
এছাড়াও নামাজের সময় কমাতে ইমাম ও মুয়াজ্জিনদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আজান দেওয়ার পর যত দ্রুত সম্ভব নামাজ শুরু করতে হবে। বিশেষ করে জোহর ও আসরে এটি করতে হবে। এছাড়া নামাজও দীর্ঘ করা থেকে বিরত থাকতে হবে।
এসবের বাইরেও মসজিদগুলোতে জোহরের নামাজের ৩০ মিনিট পর থেকে আসর নামাজ শুরুর ১৫ মিনিট আগ পর্যন্ত বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করা হবে। অর্থাৎ এই সময়টায় ব্ল্যাকআউটের অধীনে থাকবে ধর্মীয় স্থাপনাগুলো।
উল্লেখ্য যে, কুয়েত সরকার মসজিদের এই নির্দেশনা দিলেও বিলাসবহুল শপিং মল, হোটেল বা সরকারি দপ্তরগুলোতে এমন কোনো নির্দেশনা জারি করেনি।
তথ্যসূত্র:
1. Ministry urges Kuwait’s mosques to adopt energy-saving practices
– https://tinyurl.com/39cz6rdy