
আফগানিস্তানে ইমারতে ইসলামিয়ার নেতৃত্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ব্যাহত করতে সচেষ্ট হয়ে উঠেছে পশ্চিমা বিশ্ব। নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তারা তালিবানবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপনভাবে আঁতাত করেছে এবং ইমারতে ইসলামিয়া সরকারকে অকার্যকর করে তুলতে নানাবিধ সহায়তা দিচ্ছে। এমন অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন।
গত ১৯ এপ্রিল রুশ বার্তা সংস্থা টাস-এ প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।
নারিশকিন জানান, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো আফগানিস্তানের অভ্যন্তরে সরকারবিরোধী শক্তিগুলোর জন্য সহায়তার গোপন রুট তৈরি করছে। উদ্দেশ্য একটাই—তালিবানের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করা এবং গোটা অঞ্চলে দীর্ঘমেয়াদি অস্থিরতা বজায় রাখা।
তিনি আরও বলেন, আফগানিস্তানের অর্থনীতি পুনরুদ্ধারের পথেও নানা প্রতিবন্ধকতা তৈরি করছে ইউরোপীয় দেশগুলো। উদাহরণস্বরূপ, এখনো আফগানিস্তানের বৈদেশিক সম্পদ জব্দ রাখা হয়েছে এবং নিষেধাজ্ঞাও বহাল রয়েছে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে মারাত্মকভাবে ব্যাহত করছে।
নারিশকিনের মতে, এই কর্মকাণ্ডগুলো বিচ্ছিন্ন কিছু নয় বরং ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের স্থিতিশীলতার পথে একটি সুপরিকল্পিত বাধা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘পশ্চিমারা আফগানিস্তানে ইচ্ছাকৃত অস্থিরতা সৃষ্টি করছে, যাতে তারা অঞ্চলটিতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারে।’
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া তালিবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে দিয়েছে। এর ফলে ইমারতে ইসলামিয়া সরকারের সঙ্গে রাশিয়ার যোগাযোগ ও সম্পর্কের নতুন সুযোগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র:
1. Нарышкин: Запад пытается помогать антиправительственным силам Афганистана
– https://tinyurl.com/3rhu6rae
2. Russia: West out to destabilise Afghanistan
– https://tinyurl.com/ymyfdxm6