আফগানিস্তানের বাগলান প্রদেশে বিগত বছরে ৬ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি

0
89

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে এই সাফল্য অর্জিত হয়েছে বলে জানান প্রদেশটির অর্থনীতি বিষয়ক বিভাগের কর্মকর্তাগণ।

উক্ত বিভাগের প্রাদেশিক পরিচালক ক্বারি মুহাম্মদ হারুন শাকের হাফিযাহুল্লাহ বলেন, প্রদেশটিতে প্রতি বছর গড়ে ৪১৭টি ছোট-বড় প্রকল্প বাস্তবায়িত হচ্ছে, এর ফলে বছরে প্রায় ৬০০০ বাসিন্দার কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে।

তিনি আরও জানান, বিগত ৩ বছরে বাগলান প্রদেশ ৪৭৩ কোটি আফগানি বাজেট লাভ করেছে। উক্ত বাজেটের ৯২.৩ শতাংশ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ব্যয় হয়েছে।

সরকারি-বেসরকারি উভয় সংস্থার উদ্যোগেই প্রকল্পসমূহ বাস্তবায়িত হয়েছে, ফলে উল্লেখযোগ্য হারে বেকারত্ব হ্রাস পেয়েছে। এতে কৃতজ্ঞতা প্রকাশ করছেন প্রদেশটির স্থানীয় বাসিন্দাগণ।


তথ্যসূত্র:
1. Baghlan Development Projects Created 6,000 Jobs Last Year
– https://tinyurl.com/danz4xjx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে স্বাধীনতাকামীদের নিয়ে পোস্ট করায় যুবককে গ্রেফতার করলো ভারতীয় পুলিশ
পরবর্তী নিবন্ধসোমালিয়া || আদান-ইয়াবাল যুদ্ধে মুজাহিদদের হামলায় নিহত শত্রু সৈন্য সংখ্যা ৪০০ ছাড়িয়েছে