আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তালিবানের ১০ জন পাইলট

0
162

আফগান বিমান বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১০ জন পাইলট সফলভাবে তাদের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। উক্ত কর্মসূচিতে ৬ জন পাইলট ‘সেসনা ২০৮’ বিমান চালনায় পেশাগত প্রশিক্ষণ লাভ করেছেন। এছাড়া বাকি ৪ জন পাইলট এম-১৭ হেলিকপ্টার চালনায় প্রশিক্ষণ পেয়েছেন। প্রশিক্ষণ কোর্সটি সম্পন্ন করতে সংশ্লিষ্ট পাইলটদের প্রায় ৩ বছর সময় লেগেছে।

সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করায় পাইলটদের একটি আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছে ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে তালিবান বিমান বাহিনীর চিফ অব স্টাফ নাকিবুল্লাহ মুকিম হাফিযাহুল্লাহ বলেন, পাইলটিং একটি জটিল পেশা, এর জন্য প্রয়োজন বুদ্ধিমত্তা। পাইলটিং এর শিক্ষা ও অধ্যয়নের কোনও শেষ নেই। তিনি এ শিক্ষা অর্জনে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে নতুন পাইলটদের উৎসাহিত করেছেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপমন্ত্রী বাজ মুহাম্মদ হাফিযাহুল্লাহ। তিনি সকলকে সত্য পথের উপর অবিচল থাকতে উপদেশ প্রদান করেন।

অপরদিকে দেশের ভূখণ্ড রক্ষা ও জনগণের সেবায় নিজেদের প্রস্তুতি প্রকাশ করেছেন সদ্য প্রশিক্ষণ লাভকারী পাইলটগণ। তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারায় তারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, ইমারতে ইসলামিয়া ক্ষমতা গ্রহণের পর ৮৪টি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেছে আফগান বিমান বিশ্ববিদ্যালয়। এ সকল কোর্সে বিভিন্ন বিভাগ থেকে ১ হাজার ১৮২ জন সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।


তথ্যসূত্র:
1. Ten pilots graduate from Afghan Air University
– https://tinyurl.com/2e6fy6f2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ৩০ হাজার তরুণ যোদ্ধা নিয়োগ: প্রতিরোধ শক্তির নতুন দিগন্ত
পরবর্তী নিবন্ধবুরকিনায় ৪টি শত্রু শিবিরে মুজাহিদদের হামলা: অন্তত ১৭ জান্তা সেনা নিহত