
ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড, সম্প্রতি উত্তর গাজায় মুজাহিদদের পরিচালিত অভিযানের তথ্য প্রকাশ করতে শুরু করেছে।
সূত্রমতে, গত ১৯ এপ্রিল শনিবার, গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনে একটি সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালান আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা। এতে সামরিক যানটি ধ্বংস হয়ে যায় এবং তাতে থাকা সমস্ত জায়োনিস্ট সৈন্য হতাহতের শিকার হয়। এসময় জায়োনিস্ট বাহিনীর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছালে, মুজাহিদিনরা এই দলটিকে টার্গেট করেও গুলি চালাতে শুরু করেন। ফলশ্রুতিতে উদ্ধারকারী দলটির ১ সৈন্য নিহত এবং আরও ৪ সৈন্য আহত হয়। এই হামলায় আহত জায়োনিস্টদের মধ্যে তিন জনের অবস্থাই গুরুতর বলে জানা গেছে। পরে সামরিক হেলিকপ্টারগুলি হতাহত জায়োনিস্ট সৈন্যদের ইসরায়েলের অভ্যন্তরের স্থানান্তর করে।
এমনিভাবে গত ২০ এপ্রিল রবিবার, আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা উত্তর গাজায় জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে আরও একটি সফল অভিযান পরিচালনা। এতে জায়োনিস্ট বাহিনীর ৩ নারী সৈন্য হতাহত হয়। এদের মধ্যে একজন কোম্পানি কমান্ডার ছিল, যে পূর্বে মুজাহিদদের হামলায় আহত হওয়ার পর কয়েকদিন পূর্বে নতুন করে সামরিক চাকরিতে ফিরে এসেছিল।
সূত্রমতে, এই অভিযানটি উত্তর গাজার এমন একটি এলাকায় সংঘটিত হয়েছিল, যেই এলাকাটিকে ইসরায়েল নিজেদের জন্য নিরাপদ হিসাবে চিহ্নিত করেছিল। যেখানে তারা মুজাহিদদের সমস্ত সুড়ঙ্গ ধ্বংস ও মুজাহিদদের ইউনিটগুলোকে নিষ্ক্রিয় করার দাবি করে আসছিল। কিন্তু মুজাহিদিনরা এই এলাকার বিষয়ে শত্রুর গোয়েন্দা তথ্য এবং মূল্যায়নকে ব্যর্থ করে দিয়ে সুড়ঙ্গ থেকে হামলা চালিয়েছেন। মুজাহিদিনরা এই একটি সুচিন্তিত ও আক্রমণাত্মক পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযানে একটি পুরানো, নিষ্ক্রিয় সুড়ঙ্গ ব্যবহার করেছিলেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/54r9uj9k