ইসলামি শাসনব্যবস্থা টিকিয়ে রাখতে ন্যায়বিচার প্রতিষ্ঠা অপরিহার্য: তালিবান প্রধান বিচারপতি

0
120

সম্প্রতি জাবুল প্রদেশ সফর করেছেন ইমারতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালতের প্রধান শাইখ আব্দুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ। এ সময় তিনি প্রদেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মতবিনিময় করেন। এ সময় তিনি ইসলামি শাসনব্যবস্থা রক্ষায় ন্যায়বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, আদালতের অব্যাহত কার্যক্রম নির্ভর করে ন্যায়বিচার ও মহান আল্লাহর বিধানের উপর। তিনি দৃঢ়তার সাথে বলেন, অপরাধীদের উপর মহান আল্লাহর নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে বিচ্যুত হওয়া যাবে না, এ উদ্দেশ্যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও সুষ্ঠু বিচার পরিচালনা করতে হবে।

তিনি ইসলামী ব্যবস্থাকে একটি ঘরের সাথে তুলনা করে বলেন, প্রত্যেক সদস্য যখন নিজ নিজ দায়িত্ব পালনে সোচ্চার থাকে তখনই অগ্রগতি অর্জন সম্ভব হবে। তিনি আদালত, উলামা কাউন্সিল এবং সরকারি বিভাগের মধ্যে সমন্বয় বাড়াতে উৎসাহিত করেছেন। আদালতে বোঝা কমিয়ে আনতে বিভিন্ন মামলার শান্তিপূর্ণ সমাধানের প্রতি তিনি পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য যে, উক্ত সফরে তিনি প্রদেশের গভর্নর, উপ-গভর্নর ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথেও সাক্ষাত করেছেন। ন্যায়বিচার ও ইসলামি ব্যবস্থার বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।


তথ্যসূত্র:
1. Justice Essential for Survival of Islamic System, Says Head of Supreme Court
– https://tinyurl.com/2rwj9c8z

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনিরাপত্তা অভিযানে ৩৩টি ভারী ও হালকা অস্ত্র উদ্ধার করেছে তালিবান সেনাবাহিনী
পরবর্তী নিবন্ধভিডিও || কাশ্মীরে আরও দুই যুবকের সম্পদ জব্দ করলো ভারতীয় পুলিশ