
ভারতের রাজস্থানের সিরোহি জেলার মাউন্ট আবু এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দল পাঁচ দিনব্যাপী একটি অস্ত্র প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে। তথাকথিত ‘জাতীয় শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচী’ নামের এই অস্ত্র প্রশিক্ষণ ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণের আওতায় ৫০ জন হিন্দু যুবককে রাইফেল ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কথিত শিক্ষক প্রশিক্ষণ শিরোনামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হলেও এর পেছনে যে মূল উদ্দেশ্য ছিল সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া—তা পরিস্কার হয়ে উঠেছে এই অস্ত্রচালনার কার্যক্রম থেকে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এমন অস্ত্র প্রশিক্ষণ কার্যক্রম বেড়েই চলেছে, যা সামাজিক অস্থিরতা ও সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিয়ে গভীর শঙ্কার জন্ম দিয়েছে।
ভিডিওটি আর্কাইভ থেকে দেখুন:
https://archive.org/details/five-day-arms-training-23-04-2025
তথ্যসূত্র:
1. five-day arms training camp under the banner of “Rashtriya Shikshak Prashikshan Varg”
– https://tinyurl.com/t8bknaua