আফগানিস্তানে সামরিক পরাজয়ের পর কাফেররা মিডিয়া যুদ্ধ শুরু করেছে: আমীরুল মু’মিনীন

0
163

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আমীরুল মু’মিনীন শাইখুল হাদীস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ সম্প্রতি কান্দাহার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইসলামি সংস্কৃতির শিক্ষা, মূল্য ও প্রভাব’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশগ্রহণ করেন। সেখানে তিনি বলেন, “আফগানিস্তানে সামরিক ময়দানে কাফেররা পরাজিত হয়েছে, এখন তারা নতুনভাবে একটি মিডিয়া যুদ্ধ শুরু করেছে, যার মাধ্যমে তারা আমাদের ঈমান, ঐক্য ও শাসনব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে।”

গত ২২ এপ্রিল আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। এতে আরও জানানো হয়, আমীরুল মু’মিনীন বলেন, ‘ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছে—এই প্রচারণার যুদ্ধ আমাদের সবাইকে একসঙ্গে, ঐক্য ও সম্প্রীতির সঙ্গে মোকাবিলা করতে হবে।’ এ সময় তিনি মুসলিম উম্মাহর মাঝে ঐক্য বজায় রাখা এবং ইসলামি শরিয়াহর পূর্ণ বাস্তবায়নের উপর জোর দেন। পাশাপাশি, পশ্চিমা দুনিয়ার চালিত অপপ্রচার ও বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে সচেতন থাকার জন্য তিনি সকল মুসলিমকে আহ্বান জানান।

উল্লেখ্য, উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নানগারহার ও কান্দাহার বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত চারদিনব্যাপী এই সম্মেলনে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শরিয়া ও ইসলামি সংস্কৃতির প্রখ্যাত অধ্যাপকগণ অংশগ্রহণ করেন।


তথ্যসূত্র:
1. د اسلامي امارت مشرتابه: کفارو تر نظامي ماتې وروسته تبلیغاتي جګړه پیل کړې
– https://tinyurl.com/4hh44pa4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাজাখস্তানের সঙ্গে ইমারতে ইসলামিয়ার বাণিজ্য ৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
পরবর্তী নিবন্ধভুয়া এনকাউন্টারের নামে দুই কাশ্মীরি যুবককে হত্যা করলো দখলদার ভারতীয় বাহিনী