
ভারতের উত্তরাখণ্ডে রাতের আঁধারে একটি দরগাহ গুড়িয়ে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন। উত্তরাখণ্ডের রুদ্রপুর এলাকায় রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের নামে রাত তিনটা নাগাদ দরগাহটি ভেঙে ফেলা হয়। সোমবার (২২ এপ্রিল) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা মুসলিম মিরর।
দরগাহ ভেঙে ফেলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় তীব্র সমালোচনা ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় হিন্দুত্ববাদী প্রশাসন দাবী করেছে দরগাহটি সরকারি জায়গায় স্থাপন করা হয়েছে।
একই ঘটনা ঘটেছে ভারতের হারিয়ানার ফরিদাবাদ এলাকায়। সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও ৫০ বছর পূর্বে স্থাপিত ‘আল-আকসা’ মসজিদ গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী প্রশাসন।
স্থানীয় মুসলিমরা বলছেন, স্থানীয় জেলা প্রশাসন জোরপূর্বক সরকারি জমি দখলের অভিযোগ তুলে মুসলিমদের স্থাপনা টার্গেট করে ভাঙচুর করছে। শুধু অভিযোগের ভিত্তিতেই কোনো প্রমাণ ছাড়াই তারা ভাঙচুর চালাচ্ছে।
তথ্যসূত্র:
1. Dargah brought down in the silence of night in Uttarakhand under the banner of highway widening project
– https://tinyurl.com/ymrxm837
2. Video: https://tinyurl.com/2wu8nzwu