মসজিদের ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটূক্তি করলো হিন্দু যুবক; গণপিটুনি দিয়ে পুলিশে দিল স্থানীয় জনতা

0
279

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বুলনপুর নবাবগঞ্জ ঘোষপাড়ার জান্নাতুল মাকাম জামে মসজিদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করায় এক ব্যক্তিকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম শ্রী সাগর সাহা (৩০) । সে রাজশাহী মহানগরীর বুলনপুর ঘোষপাড়ার মৃত সোনাতন সাহার ছেলে।

পুলিশ জানায়, অভিযুক্ত সাগর সাহা দীর্ঘ প্রায় এক বছর যাবৎ ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আসছিল। স্থানীয়ভাবে তাকে একাধিকবার নিষেধ করা হলেও সে তা অব্যাহত রাখে।

গত ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে রাজপাড়া থানাধীন বুলনপুর এলাকায় অবস্থিত জান্নাতুল মাকাম জামে মসজিদের সামনে সে আবারও প্রকাশ্যে কটূক্তিমূলক কথাবার্তা বলে। পরবর্তীতে সন্ধ্যা সোয়া ৭টায় অভিযুক্ত ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে উচ্চস্বরে অশ্লীল ভাষা ও ইসলাম ধর্মের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করতে থাকে। এতে মুসল্লিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে তাকে ধরে তারা পিটুনি দেয় এবং তার গলায় জুতার মালা পরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে থানা হেফাজতে নেয়।


তথ্যসূত্র:
১. রাজশাহীতে মসজিদের ভেতরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, আটক ১
– https://tinyurl.com/mr748ufx
২. রাজশাহীতে নবীকে নিয়ে ‘কটূক্তির’ অভিযোগে যুবককে পিটুনি
– https://tinyurl.com/25xz9zbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবীতে ভারতীয় দূতাবাস অভিমুখে খেলাফত মজলিসের গণমিছিল
পরবর্তী নিবন্ধইবিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করলো এক কর্মকর্তা