শাবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে বাস উল্টে মোগাদিশু বাহিনীর ৪৩ সৈন্য হতাহত

0
307

সোমালিয়ায় হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পথে মোগাদিশু বাহিনীকে বহনকারী একটি সামরিক বাস উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই ৩ সৈন্য নিহত এবং আরও ৪০ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।

সূত্রমতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সম্প্রতি মধ্য শাবেলির আদান-ইয়াবাল জেলার নিয়ন্ত্রণ নিয়ে আরও সম্মুখে অগ্রসর হচ্ছেন। মুজাহিদদের এই অগ্রগতি রোধ করতে গত ২২ এপ্রিল (মঙ্গলবার), বাস ভর্তি একদল শত্রু সৈন্য এই অঞ্চলের দিকে অগ্রসর হয়। শত্রু সৈন্যদের বহনকারী বাসটি যখন পূর্ব হিরান রাজ্যের বালদাউইন এবং মোকোকোরি জেলার মধ্যবর্তী ক্যালি-গেনি এলাকা অতিক্রম করছিল, তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।

সামরিক বাসটি উল্টে যাওয়ার এই ঘটনায় ঘটনাস্থলেই মোগাদিশু বাহিনীর কমপক্ষে ৩ সৈন্য নিহত এবং আরও ৪০ সৈন্য আহত হয়, আহত সৈন্যদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/4fp4e9m2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইবিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করলো এক কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপর্যটক নয়, টার্গেট করা হয়েছে ভারতীয় গোয়েন্দা বাহিনীকে: কাশ্মীরি প্রতিরোধ আন্দোলন