
সোমালিয়ায় হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার পথে মোগাদিশু বাহিনীকে বহনকারী একটি সামরিক বাস উল্টে পড়েছে। এতে ঘটনাস্থলেই ৩ সৈন্য নিহত এবং আরও ৪০ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সম্প্রতি মধ্য শাবেলির আদান-ইয়াবাল জেলার নিয়ন্ত্রণ নিয়ে আরও সম্মুখে অগ্রসর হচ্ছেন। মুজাহিদদের এই অগ্রগতি রোধ করতে গত ২২ এপ্রিল (মঙ্গলবার), বাস ভর্তি একদল শত্রু সৈন্য এই অঞ্চলের দিকে অগ্রসর হয়। শত্রু সৈন্যদের বহনকারী বাসটি যখন পূর্ব হিরান রাজ্যের বালদাউইন এবং মোকোকোরি জেলার মধ্যবর্তী ক্যালি-গেনি এলাকা অতিক্রম করছিল, তখন এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে।
সামরিক বাসটি উল্টে যাওয়ার এই ঘটনায় ঘটনাস্থলেই মোগাদিশু বাহিনীর কমপক্ষে ৩ সৈন্য নিহত এবং আরও ৪০ সৈন্য আহত হয়, আহত সৈন্যদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4fp4e9m2