
ভারত সরকার কর্তৃক অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে আরও এক কাশ্মীরি নাগরিকের জমি জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। কাশ্মীরের কুপাওয়ারা জেলায় সম্পদ জব্দের এই ঘটনাটি ঘটেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) ওই ঘটনার একটি সংবাদ প্রকাশ করেছে কাশ্মীর মিডিয়া সার্ভিস।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, জেলার কাজিয়াবাদ এলাকায় আব্দুল্লাহ গনি নামক এক কাশ্মীরি মুসলিমের কয়েক লক্ষ রুপি মূল্যের সম্পদ জব্দ করেছে দখলদার ভারতীয় পুলিশ। মোদি সরকার কর্তৃক নিযুক্ত গভর্নর মনোজ সিনহার নির্দেশে ওই সম্পদ জব্দ করা হয়।
ওই মুসলিমের বিরুদ্ধে স্বাধীনতাকামী সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে তার সম্পদ জব্দ করা হয়। এর আগেও একই ধরণের অভিযোগ তুলে অসংখ্য কাশ্মীরি মুসলিমের জমি দখল করা হয়েছে।
তথ্যসূত্র:
1.Indian police seize property of another Kashmiri in Kupwara
– https://tinyurl.com/yy5mkuey