আরও ২টি সামরিক হেলিকপ্টার সফলভাবে মেরামত করেছে ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনী

0
190

বিগত কয়েক মাসে নতুন করে আরও ২টি সামরিক হেলিকপ্টার সফলভাবে মেরামত করেছেন ইমারাতে ইসলামিয়ার বিমান বাহিনীর আওতাধীন জেনারেল কমান্ডের দক্ষ কারিগরি সদস্যগণ। ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য প্রদান করেছে।

হেলিকপ্টার দু’টি হল একটি আমেরিকান ব্ল্যাক হক এবং একটি রাশিয়ান এমআই-১৭। মেরামত শেষে হেলিকপ্টারগুলো আকাশে উড্ডয়ন করা হয়েছে।

উল্লেখ্য যে, পূর্ববর্তী পুতুল প্রশাসনের আমলে ক্ষতিগ্রস্ত অসংখ্য হেলিকপ্টার এবং অন্যান্য বিমান ব্যবহার উপযোগী করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই কার্যক্রমসমূহের মাধ্যমে প্রতিরক্ষা খাতে তালিবান সরকারের ক্রমবর্ধমান সক্ষমতা প্রতীয়মান হচ্ছে।


তথ্যসূত্র:
1. Air Force General Command Engineering Team Restores Two Helicopters
– https://tinyurl.com/4nfya7r4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআকাশযুদ্ধে ধরাশায়ী রাফাল, আর্থিক ক্ষতির মুখে ফ্রান্স!
পরবর্তী নিবন্ধগাজায় মুজাহিদদের “গেটস অফ হেল” অপারেশন: ১০ জায়োনিস্ট সৈন্য ও ২টি প্রশিক্ষিত কুকুর নিহত